Latest News
- /
- Announcement
- /
- News
- /
- kzanszat zuktrashtr 2025 prtizogeetaz eeiubi er gourbmz saflz
ক্যানস্যাট, যুক্তরাষ্ট্র-২০২৫ প্রতিযোগীতায় এএইউবি এর গৌরবময় সাফল্য
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশে (এএইউবি)-এর ‘দল আবাবিল’ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ৫ থেকে ৯ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি (AAS) কর্তৃক আয়োজিত ২০তম আন্তর্জাতিক ক্যানস্যাট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগীতায় বিশ্বের ৪০টি চূড়ান্ত দলের মধ্যে ১৬তম স্থান অর্জন করে। এএইউবি’র সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি ‘দল আবাবিল’-কে তাদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
বিশ্বের অন্যতম সম্মানজনক ক্যানস্যাট প্রতিযোগীতা আগামী দিনের মহাকাশ প্রকৌশলীদের জন্য এক উৎকৃষ্ট প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের প্রতিযোগীতায় উপগ্রহের বাস্তব চ্যালেন্জ মোকাবেলার উপযোগি একটি ক্যানস্যাট সিস্টেম ডিজাইন, তৈরী ও উৎক্ষেপনের জন্য আহ্বান করা হয়। এরই ধারাবাহিকতায় ‘দল আবাবিল’ একটি ক্যানসাট সায়েন্স পে-লোড স্যাটেলাইট মডেল তৈরী করে যা বায়ুমণ্ডলীয় পতনের সময় টিকে থেকে সেন্সর ডেটা সংগ্রহ এবং নির্ধারিত মিশন যেমন এয়ার ব্রেক ডিপ্লয়মেন্ট ও টেলিমেট্রি ট্রান্সমিশন সফলভাবে সম্পন্ন করতে সক্ষম।
প্রতিযোগীতায় দল আবাবিল বিশ্বের উন্নত প্রযুক্তি-সমৃদ্ধ দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারত প্রভৃতি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শন করেছে যা শুধুমাত্র বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিভার প্রতিফলন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক মহাকাশ প্রযুক্তি ও গবেষণা খাতে অবদান রাখতে অনুপ্রাণিত করবে। সহকারী অধ্যাপক মোঃ সামিন রহমান, অ্যাভিয়নিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, এএইউবি ‘দল আবাবিল’ এর সার্বিক তত্বাবধানে নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক এই প্রতিযোগীতায় এএইউবি-এর অংশগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় তহবিলের জন্য গোল্ডহিল অ্যালায়েন্স, সাইনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড, স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেড, এডিএম ট্রেডার্স লিমিটেড এবং জেডএসআরএম কোম্পানি সমূহ গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করেছেন।