Loading...

News Details

এএইউবি এর ১৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

এএইউবি এর ১৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ১৭তম সিন্ডিকেট সভা গত ২১ আগস্ট ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় এএইউবি এর সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি সভাপতিত্ব করেন। সভায় রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজে সম্প্রতি সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত বৈমানিক, কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের স্মরণে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা

 

সভার শুরুতেই সভাপতি মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, যিনি সকলকে সুস্থ্য রেখে এই মহতি সভায় অংশ নিয়ে দেশের শিক্ষার উন্নয়ন ও জাতি গঠনের প্রয়াসে সম্পৃক্ত হবার সুযোগ দিয়েছেন এবং একই সঙ্গে তিনি সভায় উপস্থিত সকলকে আন্তরিক অভিবাদন জানান। সভাপতি উল্লেখ করেন যে, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দক্ষতা, জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ এখন সময়ের অপরিহার্য দাবি। এই বৈশ্বিক বাস্তবতায় অত্র বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য খুবই স্পষ্ট—উচ্চমানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে এক আধুনিক, উদ্ভাবনী ও প্রতিযোগিতামূলক একাডেমিক পরিবেশ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা তাদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করে দেশের আকাশ ও মহাকাশ গবেষণায় নেতৃত্ব দেবে। এএইউবি যে অঙ্গীকারকে ধারণ করে এগিয়ে চলেছে তা হলো- দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস শিল্পের জন্য দক্ষ, দূরদর্শী ও সৃজনশীল মানবসম্পদ তৈরি করা; জ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ মান অনুসরণ করে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখা—যা দেশের সার্বিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আমাদের সম্মিলিত ইতিবাচক প্রয়াস এক গৌরবময় ভবিষ্যতের দুয়ার উন্মুক্ত করবে, যেখানে বাংলাদেশ বিশ্বমানের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপাচার্য উপস্থিত সদস্যবৃন্দের উদ্দেশ্যে বলেন যে, সিন্ডিকেট হলো সেই অগ্রণী ফোরাম, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরিকল্পনা সুচিন্তিতভাবে প্রণয়ন, সমন্বয় ও বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। তিনি আরো উল্লেখ করেন যে, উপস্থিত সকলের উদ্দীপনামূলক অংশগ্রহণ এএইউবি এর উন্নয়নপথে শক্তি ও প্রেরণা যোগাবে, এবং সকলের একত্রিত প্রচেষ্টায় এমন এক শিক্ষাবান্ধব ও গবেষণামুখী পরিবেশ গড়ে উঠবে যা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মানজনক অবস্থান নিশ্চিত করবে। এছাড়াও সম্মানিত সভাপতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান বাহিনীকে যাঁদের অবিচল সহযোগিতা এএইউবি এর গৌরব উজ্জ্বল অর্জন এবং অনবদ্য স্বপ্ন দেখতে সাহস যুগিয়েছে। অতঃপর সম্মানিত সভাপতি গত ২০ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১৬তম সিন্ডিকেট সভার পর হতে অদ্যাবধি বিশ্ববিদ্যালয় কর্তৃক কৃত কার্যাবলীর একটি সারসংক্ষেপ উপস্থিত সদস্যবৃন্দের জ্ঞাতার্থে উপস্থাপন করেন। 

এরপর সিন্ডিকেট সভায় সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা করা হয় এবং সে অনুযায়ী সিদ্ধান্তসমুহ গৃহীত হয়। সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও অন্যান্য সদস্যবৃন্দের পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ বিমান বাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ হতে সিন্ডিকেট সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।