২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
এএইউবি স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ভর্তি পরীক্ষা-২০২৫ নোটিশ (Click Here)
স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ভর্তি-নির্দেশিকা (Click Here)
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক ও ০২ (দুই) বছর মেয়াদী স্নাতকোত্তর শ্রেণিতে নিম্নে বর্ণিত বিভাগ সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবেঃ
১. অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ (স্নাতক):
-
বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং
-
বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং
-
বিএসসি ইন এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস)
-
বিএসসি ইন এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)
২. অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ (স্নাতকোত্তর):
-
এমএসসি ইন স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
-
এমএসসি ইন স্পেস সিস্টেমস ইঞ্জিনিয়ারিং
৩. অ্যাভিয়েশন ম্যানেজমেণ্ট অনুষদ (স্নাতকোত্তর):
-
এমবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট
৪. অ্যাভিয়েশন স্ট্যাণ্ডার্ডাইজেশন, রেগুলেশন্স অ্যান্ড সেফটি অনুষদ (স্নাতকোত্তর):
-
এমএসসি ইন অ্যাভিয়েশন সেফটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন
-
এলএলএম ইন ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ‘ল’
গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
-
অনলাইন আবেদনের সময়সীমা: ০৯ নভেম্বর ২০২৫ থেকে ১১ ডিসেম্বর ২০২৫।
-
যোগ্য প্রার্থীদের নামীয় তালিকা প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫।
-
'ADMIT CARD' উত্তোলনের সময়সীমা: ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০০ ঘটিকা পযন্ত।
-
ভর্তি পরীক্ষা: ২৬ ডিসেম্বর ২০২৫।
ভর্তি-নির্দেশিকা
আবেদন ফি
-
স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম সমূহে ভর্তির জন্য আবেদন ফরমের সর্বমোট ফি ১০০০ (এক হাজার) টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে (১৪ ডিসেম্বর ২০২৫ রাত ১১৫৯ ঘটিকার মধ্যে)।
আবেদনপদ্ধতি
-
আবেদনকারীকে বিস্তারিত ওয়েবসাইটে (http://aaub.teletalk.com.bd) এর মাধ্যমে ০৯ নভেম্বর ২০২৫ থেকে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে (www.aaub.edu.bd)
প্রোগ্রাম সম্পর্কিত তথ্য ও অনলাইন আবেদন সংক্রান্ত তথ্যের জন্যঃ
-
মোবাইল- ০১৭৬৯৯৯৫০৯৯ (রেজিস্ট্রার অফিস)।
-
টেলিটক হটলাইন নম্বর ০১৫০০১২১১২১-৯, ই-মেইল vas@teletalk.com.bd এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মোবাইল নম্বর ০১৭৬৯৯৯৫০৯৯ ও ই-মেইল admission@aaub.edu.bd
বিশেষ দ্রষ্টব্যঃ প্রোগ্রাম ও ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য মোবাইল নম্বরসমূহ সকাল ০৯০০ ঘটিকা হতে ১৭০০ ঘটিকা পর্যন্ত চালু থাকবে।