Loading...

News Details

এএইউবি এর ১৮ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

এএইউবি এর ১৮ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ১৮তম সিন্ডিকেট সভা গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতেই সভাপতি লালমনিরহাটের প্রশান্তিময় নিসর্গে উপস্থিত সকলকে স্বাগত জানান এবং তিনি এই ক্যাম্পাসের প্রতিটি অংশকে জাতীয় স্বপ্নের প্রতীক হিসেবে আখ্যা দেন। তিনি আরো ব্যক্ত করেন যে, উপস্থিত সকলেই বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, দিকনির্দেশনা ও অগ্রযাত্রার মূল প্রেরণা শক্তি। সকলের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও মূল্যবান মতামতের আলোকে যুগোপযোগী শিক্ষা, আধুনিক গবেষণা ও মানবিক মূল্যবোধের এক সুন্দর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের আগামীর পথ আলোকিত হবে মর্মে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতি বিশেষভাবে উল্লেখ করেন যে, এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য একটাই অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস শিক্ষাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যা জাতীয় উন্নয়নে ও টেকশই প্রযুক্তি প্রতিযোগীয়তায় বাংলাদেশের মর্যাদা সমুন্নত করবে। তিনি আরো বলেন যে, প্রযুক্তিগত উৎকর্ষ ও নৈতিকতার মেলবন্ধনে সৃষ্ট শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা এবং মানবিক চেতনা সমৃদ্ধ করে তুলবে। এছাড়াও তিনি "জ্ঞানভিত্তিক বাংলাদেশ” গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিকে দেশের ও জাতির গৌরবের প্রতীক হিসেবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অতঃপর তিনি গত ২১ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১৭তম সিন্ডিকেট সভার পর হতে অদ্যাবধি কৃত কার্যাবলীর একটি সারসংক্ষেপ উপস্থিত সকলের জ্ঞাতার্থে উপস্থাপন করেন।

এরপর সিন্ডিকেট সভায় সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা করা হয় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্তসমুহ গৃহীত হয়। সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সদস্যবৃন্দের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সিএএবি হতে সিন্ডিকেট সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।